নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ১,আগস্ট :: এভিবিপি কর্মসূচির বাস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটেছে কোচবিহার শহরের রাস মেলা মাঠ সংলগ্ন এলাকায়।অভিযোগ এ দিন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে সংসদ নির্বাচন, বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নৈরাজ্যের প্রতিবাদ সহ বেশ কিছু দাবিতে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করে এভিবিপি।
আর এই সভায় যে বাসে করে সংগঠনের সদস্য এসেছিলেন বাস দুটো রাসমেলা মাঠে রাখা ছিল। এভিবিপি অভিযোগ সেই সময় মোটর বাইকে করে এসে তৃণমূল কংগ্রেসের লোকজন ঢিল দিয়ে গাড়ির কাঁচ ভেঙে দেয় । একই সাথে গাড়ি চালকদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।