অপারেশন প্রয়াস”-এ বড়ো সাফল্য, ২০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো খড়গ্রাম থানা !

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: শনিবার ২,আগস্ট :: আজ মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে এবং খড়গ্রাম থানার সক্রিয় ভূমিকার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হল “অপারেশন প্রয়াস” প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ পর্ব।এই প্রকল্পের অধীনে খড়গ্রাম থানার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং সেগুলি আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এই উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে কিছু ফোন মুর্শিদাবাদ জেলার বাইরের স্থান থেকেও উদ্ধার হয়েছে, যা পুলিশের আন্তরিক প্রচেষ্টা এবং প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ বহন করে।

খড়গ্রাম থানার এই সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তুষ্টির আবহ তৈরি হয়েছে। অনেকেই পুলিশের এই মানবিক ও সুনিয়ন্ত্রিত ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।

থানার তরফে সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা যদি আপনার মোবাইল ফোন খড়গ্রাম থানা এলাকায় হারিয়ে যায়, অবশ্যই থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করুন।

পুলিশ প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে চেষ্টা করবে আপনার হারিয়ে যাওয়া মূল্যবান মোবাইল ফোনটি খুঁজে বের করে ফেরত দেওয়ার জন্য।

অপারেশন প্রয়াস” শুধু ফোনই ফেরায় না, ফিরিয়ে আনে মানুষের আস্থা এবং পুলিশ-জনতার মধ্যে বিশ্বাসের সেতুবন্ধন। আপনার ফোন হারালে অবহেলা নয়, সঙ্গে সঙ্গে থানায় জিডি করুন। পুলিশ আছে আপনাদের পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =