নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: শনিবার ২,আগস্ট :: স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এলাকাবাসীর নজরে আসে ওই দুই ব্যক্তি। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাদের ঘিরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং প্রচুর নগদ টাকা উদ্ধার হয়।
ধৃতদের মধ্যে একজন হেঁড়িয়া এবং অন্যজন ওড়িশার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে কাঁথি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুষ্কৃতী দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের নাম, ঠিকানা এবং এই এলাকায় আসার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানতে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।