নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: রবিবার ৩,আগস্ট :: চন্দননগরের কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন দুষ্কৃতীকে। বারাসাত ও বেলঘরিয়া এলাকা থেকে তাদের তুলে আনে পুলিশ।
জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন কানাইপুরের পরিচিত দুষ্কৃতির ভাই। তদন্তে উঠে এসেছে, সুপারি দিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয় পিন্টু চক্রবর্তীকে। ঘটনাটি ঘটে গত বুধবার সন্ধ্যায়, কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে, নিজের গ্যাস অফিসের সামনে।
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়। এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। এই ঘটনায় পুলিশ আটক করেছে আরও এক জনকে, যিনি পিন্টুর ব্যবসায়িক পার্টনার বলে জানা গেছে।
জমিজমা সংক্রান্ত বিবাদ থেকেই খুনের কারণ বলে মনে করছে তদন্তকারী দল। চন্দননগর পুলিশ কমিশনারেট গোটা ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে।