জল নিকাশি বেহাল এলাকা পরিদর্শনে স্বরূপনগরের বিডিও।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপ নগর :: রবিবার ৩,আগস্ট :: বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে, লাগাতার বর্ষণের ফলে জল জমে রয়েছে চারঘাট, তেপুল মির্জাপুর ও সগুণা গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ জলবন্দি।

জলের কারণে একদিকে গৃহবন্দী হয়ে পড়েছে মানুষ অন্যদিকে স্কুল কলেজ বাজার ঘাট সবই বন্ধের মুখে। ওই তিনটি গ্রাম পঞ্চায়েতের জল নিকাশি সচল করতে এলাকায় পরিদর্শনে স্বরূপনগর এর বিডিও বিষ্ণুপদ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অনুসূয়া মন্ডল সহ একাধিক জনপ্রতিনিধি।

পরিদর্শনের পর সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন, বনগাঁ, গাইঘাটা, বাগদা ব্লকের সমস্ত জল নিকাশির ব্যবস্থা একমাত্র পদ্মা খাল। আর সেই খাল একেবারেই পলি পড়ে জল ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেছে, যার ফলে স্বরূপনগর ব্লক এবং বনগাঁ ব্লকের জল খালে জমে রয়েছে,তার ফলে জলমগ্ন হয়ে পড়েছে স্বরুপনগরের কয়েকটি গ্রাম পঞ্চায়েত মানুষ।

তাই অবিলম্বে পদ্মা খালের উপরে একটি ভেড়ি রয়েছে সেই ভেড়ি কেটে দিয়ে জল নিকাশের ব্যবস্থা করতে হবে, আগামী দু দিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ সফল করা যাবে বলে আশাবাদী।

গ্রামবাসীদের দাবি মাঠে রয়েছে ভরা ফসল, এই খালের জল যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মাঠের ফসলে ক্ষতি হবে। তাই একটু সময় চেয়েছেন কৃষকরা ফসলগুলি কেটে ঘরে তোলার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + thirteen =