নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৩,আগস্ট :: আর এক সপ্তাহ পরেই রয়েছে রাখি পূর্ণিমা , রাখি বন্ধন উৎসব। প্রত্যেক বছর রাখি বন্ধন উৎসব এর আগে রাখির বাহারি রঙে প্রকাশ কর্নার সংলগ্ন দোকানগুলি রামধনুর রং ধারণ করে। রাখির রঙে সেজে উঠেছে হকার্স কর্নারের বিভিন্ন দোকান।রংবেরঙের রাখি, বিভিন্ন দামের রাখি রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গেছে। বিভিন্ন রকমের বিভিন্ন রঙের রাখি রয়েছে। ক্রেতারা ইতিমধ্যেই দোকানে আসতে শুরু করেছেন।
এবার মোটামুটি ভালই বাজার রয়েছে রাখির। পাশাপাশি ব্যবসায়ীরা আরো জানিয়েছেন তারা আশা রাখছেন সময় যত গড়াবে বিক্রি আরো বেড়ে যাবে।