যশস্বী জয়সওয়ালের ‘সাহসী’ সেঞ্চুরির প্রশংসায় শচীন।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ৩,আগস্ট :: ওভাল টেস্টে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন আকাশ দীপ ও যশস্বী জয়সওয়াল। প্রথমজনের হাফসেঞ্চুরি ও দ্বিতীয়জনের সেঞ্চুরিতে পঞ্চম টেস্টে ভালো জায়গায় ভারত।

আর দুজনের প্রশংসায় পঞ্চমুখ শচীন তেণ্ডুলকর। সোশাল মিডিয়ায় শচীন লিখেছেন, ‘অসাধারণ সেঞ্চুরি করেছে যশস্বী। এমন একটা পিচে যেখানে পরীক্ষায় বসতে সাহস ও একাগ্রতা দরকার। আকাশ দীপকেও ফুল মার্কস দিতে হবে। চাপের মুখে হৃদয় ও দৃঢ়তার সঙ্গে ব্যাট করেছে। লড়তে থাকো, ভারত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 7 =