নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৩,আগস্ট :: এবার বেআইনি কয়লার বিরুদ্ধে সরব দুর্গাপুর -বর্ধমান তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। ইসিএলের বিভিন্ন খনি ও ডিপোতে চলছে কয়লা চুরি ও সিন্ডিকেট রাজ।
ইডি সিবিআইয়ের তদন্তের দাবি জানিয়ে এই চিঠি কীর্তির। বিজেপির অভিযোগ যে বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের নামের তালিকা তিনি পাঠিয়েছেন তারা তৃণমূলের নেতা বা পদে রয়েছেন। পাণ্ডবেশ্বের তৃণমূল নেতাদের নাম রয়েছে ওই চিঠিতে। এখানেই বিতর্ক। কয়লা মন্ত্রককে চিঠি পাঠিয়েছেন সাংসদ কীর্তি আজাদ।