নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ৪,আগস্ট :: আজ রবিবার সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের ব্যবস্থাপনায় সাহেবগঞ্জ ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো তৃতীয় বর্ষ ফ্রিডম কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট।
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করেন বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য,উপস্থিত ছিলেন দিনহাটা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ফ্রিডম কাপ ফুটবল টুর্নামেন্ট।
এদিনের খেলায় অংশগ্রহণ করে কোচবিহার প্রভাতী ক্লাব হরিণ চওড়া এবং মাদারিহাট অপূর্ব সংঘ। প্রতিবারের মতো সুশৃংখল ভাবে খেলা উপভোগ করার জন্য দর্শকদের আবেদন জানান দীপক কুমার ভট্টাচার্য।
সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব যেভাবে দায়িত্ব সহকারে প্রতিবছর ফ্রিডম কাপ চালাচ্ছে তার জন্য তাদের ধন্যবাদ জানান গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন।