নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: সোমবার ৪,আগস্ট :: বীরভূম জেলার অন্যতম প্রাচীন তীর্থস্থল কংকালীতলা সতীপীঠ ফের জলবন্দি। একটানা বৃষ্টিপাত ও কোপায় নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মন্দির চত্বরে ঢুকে পড়েছে নদীর জল।
মন্দির প্রাঙ্গণ এখন জলমগ্ন। মূল মন্দিরের চারপাশে হাঁটু সমান জল। কিন্তু এই প্রাকৃতিক বাধাও থামাতে পারেনি পুণ্যার্থীদের ভক্তি ও বিশ্বাস। সকাল থেকেই বহু ভক্তরা জলে পা ভিজিয়ে মাতৃ দর্শন ও পুজো দিচ্ছেন। কেউ কেউ কোমরে জল নিয়েও পুষ্পাঞ্জলি দিচ্ছেন।
মন্দির কমিটি জানিয়েছে, পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তবে মাকে অন্যত্র সরিয়ে এনে অস্থায়ী ভাবে পুজোর ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখা হয়েছে।
জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মাথায় রেখে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের সর্তক থাকতে অনুরোধ করেছে। নিরাপত্তার জন্য মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক ও সিভিল ডিফেন্স কর্মীদের মোতায়েন করা হয়েছে।