উত্তর দমদমের দেবীনগরে জমা জলে ডুবে মর্মান্তিক মৃত্যু। ৬ মাসের শিশুকে হারাল পরিবার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দমদম :: সোমবার ৪,আগস্ট :: উত্তর দমদমের ১৩ নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায় টানা বর্ষণের ফলে ভয়াবহ জলজমার সমস্যা তৈরি হয়েছে। সেই জলমগ্ন পরিস্থিতিতেই ঘটল এক হৃদয়বিদারক ঘটনা- জমা জলে ডুবে প্রাণ হারাল মাত্র ছয় মাসের একটি শিশু।

মৃত শিশুটির নাম ঋষিকা ঘোড়ই। তার বাবা পাপন ঘোড়ই ও মা পূজা ঘোড়ইয়ের চোখে এখন শুধুই শোক আর বিস্ময়ের ছাপ। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির সামনের জমে থাকা জলেই দুর্ঘটনাটি ঘটে। মুহূর্তের অসাবধানতায় শিশুটি জলে পড়ে যায় এবং উদ্ধার করার আগেই সব শেষ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেবীনগরে দীর্ঘদিন ধরেই জলনিকাশির সমস্যা রয়েছে। বর্ষা এলেই রাস্তাঘাটে হাঁটুজল জমে থাকে, অথচ প্রশাসনের তেমন কোনো কার্যকরী ব্যবস্থা চোখে পড়ে না।

এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 6 =