অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে স্থানীয় বিধায়ককে নির্দেশ দেন যেন একটি দল অবিলম্বে মুম্বাই পাঠানো হয়, যাতে শ্রমিকদের সমস্ত রকম সাহায্য ও সহায়তা প্রদান করা যায় এবং তাঁদের উদ্ধার করা যায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ৪,আগস্ট :: একটি সংবাদমাধ্যম গতকাল জানিয়েছে যে মহারাষ্ট্রে অনেক পশ্চিমবঙ্গের অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন বিষ্ণুপুর (ডায়মন্ড হারবার) এলাকার।

এই বিষয়টি জানার পর, মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে স্থানীয় বিধায়ককে নির্দেশ দেন যেন একটি দল অবিলম্বে মুম্বাই পাঠানো হয়, যাতে শ্রমিকদের সমস্ত রকম সাহায্য ও সহায়তা প্রদান করা যায় এবং তাঁদের উদ্ধার করা যায়।

ডায়মন্ডহারবার থেকে ওই দলটি কলকাতা বিমানবন্দর থেকে বিমানে রওনা দিয়েছে রবিবার রাতেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + nine =