নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৪,আগস্ট :: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো ১৪ বছরের এক নাবালকের। মৃতের নাম এমডি রনক, বাড়ি পূর্ব বর্ধমানের জেলার বর্ধমান থানার অন্তর্গত দুবরাজ দীঘি এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে বর্ধমান শহরের নারানদিঘি এলাকার যমুনা নদীতে স্নান করতে নামে রনক। সাঁতারের সময় হঠাৎই গভীর জলে তলিয়ে যায় সে।
বন্ধুদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় নদীতে তল্লাশি অভিযান।
পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের দল নৌকা ও জাল নিয়ে নদীতে তল্লাশি চালিয়ে খোঁজ মেলে ওই নাবালকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।