নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তেহট্ট :: সোমবার ৪,আগস্ট :: বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো এস টি এফ। ধৃত ব্যাক্তির নাম সাহেব আলি মল্লিক। তেহট্ট থানার বালিউড়া পূর্ব পাড়া থেকে তাকে গ্রেফতার করে এসটিএফ।
এরপর ধৃতকে পুলিসের হাতে তুলে দেওয়া হয় এস টি এফের তরফে। ধৃতকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।পুলিস সুত্রে খবর, প্রায় ৩০ বছর আগে বাংলাদেশে অসামাজিক কাজ কর্ম করে সে ভারতে পালিয়ে আসে। সেই সময় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার ছিলনা।
আর সেই সুযোগ নিয়েই ঐ ব্যক্তি ভারতে এসে বালিউড়া পূর্ব পাড়ায় থাকতে শুরু করে। ওই এলাকায় একজনকে বাবা পাতিয়ে ভারতীয় পরিচয় পত্র তৈরি করে নেয়। এরপর এখানে বিয়ে করে সংসার পাতে।
তাদের এক ছেলে বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত রয়েছে। এস টি এফ যেকোনো ভাবে এই ব্যক্তি সম্পর্কে খবর পেয়ে তার বাড়িতে হানা দিয়ে যাবতীয় তথ্য দেখতে চায়। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
জিজ্ঞাসাবাদের সময় বয়ান ও নথিতে গরমিল রয়েছে সেটা এস টি এফ ধরতে পারে। তারপর তাকে গ্রেপ্তার করে পুলিসের হাতে তুলে দেয়।