ভাতারে বাইক আরোহী দেওর ও বউদিকে পিষে দিয়ে পালালো অজানা গাড়ি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সোমবার ৪,আগস্ট :: পূর্ব বর্ধমান জেলার ভাতারেব মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হয়েছেন দুই বাইক আরোহী । পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন নাসরিন খাতুন বয়স ১৯বছর,ও রোহন শেখ বয়স ১৮বছর। সম্পর্কে তাঁরা দেওর বৌদি।

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে ভাতার থানার ভুমশোর ও পাটনা গ্রামের মাঝামাঝি এলাকায় । তারা যখন বাড়ি ফিরছিলেন সেই সময় একটা অজানা গাড়ি তাদের পিষে দিয়ে পালিয়ে যায় ।দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের ৷ পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দেহদুটি উদ্ধার করে ভাতার থানায় নিয়ে আসে । সোমবার দেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে ৷ পুলিশ ভাতার ও বলগোনা বাজারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে ।

জানা গেছে,ভাতার থানার রাধানগর গ্রামের মেয়ে নাসরিন খাতুনের মাত্র মাসখানেক আগে পাটনা গ্রামে মুন্না শেখের সঙ্গে তাঁর বিয়ে হয় । মুন্না বেসরকারি সংস্থায় কাজ করেন। বর্তমানে তিনি কর্মস্থলে রয়েছেন । আজ বিকেলে দেবর রোহন শেখের বাইকের পিছনে চড়ে রাধানগর গ্রামে বাপের বাড়িতে এসেছিলেন নাসরিন ।

সন্ধ্যা নাগাদ তারা পাটনা গ্রামে ফিরছিলেন।জানা গেছে,তারা বাইকে চড়ে ভাতার বাজার পেরিয়ে কিছুটা যাওয়ার পরেই ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয় । কিন্তু তারা কোথাও অপেক্ষা না করেই বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন ।

কিন্তু তারা বর্ধমান-কাটোয়া রাজ্যসড়ক ধরে ভুমশোর ও পাটনা গ্রামের মাঝামাঝি এলাকায় আসতেই পিছন থেকে একটা বেপরোয়া গাড়ি এসে বাইকসহ তাদের পিষে দিয়ে পালিয়ে যায় ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =