নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: মঙ্গলবার ৫,আগস্ট :: বীরভূম জেলার গুরুত্বপূর্ণ তিলপাড়া ব্রিজে দেখা দিয়েছে বড়সড় ফাটল। ফলে নিরাপত্তার স্বার্থে কেবলমাত্র দুই চাকা ও চার চাকার গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ভারী যান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
ব্রিজের উপরিভাগে দেখা যাচ্ছে গভীর ফাটল, যার কারণে রাস্তার অবস্থা একেবারে বেহাল। অথচ আশ্চর্যের বিষয়, এই বিপজ্জনক পরিস্থিতিও যেন পর্যটকদের কৌতূহল কমাতে পারেনি। অনেকেই ভিড় করছেন সেই ফাটল নিজে চোখে দেখতে, কেউ কেউ আবার ছবি তুলতে ব্যস্ত।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহুদিন ধরেই ব্রিজটি সংস্কারের দাবি উঠছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এখন পরিস্থিতি আরও উদ্বেগজনক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুততার সঙ্গে ব্রিজ পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের কাজ শুরু করা হবে।