মঙ্গলবার ঘাটালে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ৫,আগস্ট :: মঙ্গলবার ঘাটালে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে তিনি হুগলির আরামবাগ থেকে ঘাটাল হয়ে মেদিনীপুর যাবেন।

সড়কপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটালে আসার কথা। প্রশাসনের তরফে প্রস্তুতি শুরু হয়েছে। লাগানো হয়েছে ফ্লাড ম্যানেজমেন্ট এর ওপর কাট আউট।
ঘাটালের জলমগ্ন কিছু এলাকা মুখ্যমন্ত্রীর পরিদর্শন করার কথা। তিনি বন্যা দুর্গতদের সাথে কথা বলবেন এবং ত্রাণ তুলে দেবেন বলে জানা গেছে।

যদি মুখ্যমন্ত্রী নৌকায় করে বন্যা দেখতে চান, তাই ঘাটাল শহরের যে অংশটি প্লাবিত সেখানে বিদ্যুতের হাই টেনশন লাইন গার্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সাথে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব থাকবেন বলে জানা গিয়েছে।

ঘাটাল থেকে তিনি মেদিনীপুরে যাবেন। মুখ্যমন্ত্রী এর আগেও ঘাটালে এসেছিলেন বন্যা পরিদর্শনে। তিনি বলেছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার রূপায়িত করবে। সেই মতো রাজ্য বাজেটে প্রথম দফায় পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seventeen =