নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাকপুর :: মঙ্গলবার ৫,আগস্ট :: বারাকপুর কমিশনারেটের পুলিশ তদন্ত চালিয়ে খরদা পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকা থেকে মধুসূদন মুখার্জিকে গ্রেফতার করেতার কাছ থেকে উদ্ধার হয় ওয়ান শাটার তিনটি, নাইন এমএম পিস্তল একটি, সেভেন এমএম পিস্তল দুটি, দোনালা বন্দুক পাঁচটি, বিভিন্ন বোরের ৯০৫টি গুলি, নগদ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা, ২৪৮ গ্রাম সোনার গহনা, বেশ কিছু অ্যান্টিক কয়েন।