নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ৫,আগস্ট :: কোচবিহার শুভেন্দু অধিকারী কর্মসূচি ঘিরে রণক্ষেত্র । কোচবিহার খাগড়াবাড়ি এলাকার শুভেন্দু অধিকারী কনভয় এর উপর হামলা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । আগে থেকে সেখানে তৃণমূল কংগ্রেসের বাংলা ভাষা বাচাও কর্মসূচি চলছিল ।
শুভেন্দু অধিকারীর কনভয় যখন সেখানে ঢোকে তখন প্রথমে কালো পতাকা জয় বাংলা স্লোগান দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পরবর্তী তারা তার গাড়ির উপর চড়াও হয়, ও তার গাড়ির কাঁচ ভেঙে দেয় । শুধু শুভেন্দু অধিকারীর গাড়ির কাঁচ নয় বেশ কয়েকটি নিরাপত্তার গাড়িও ভাঙচুর করা হয়েছে ।