নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বুধবার ৬,আগস্ট :: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনে যোগ দিতে চলতি মাসের শেষের দিকেই চিনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এটিই মোদির প্রথম চিন সফর হতে চলেছে। এর আগে শেষ ২০১৯ সালে চিনে গিয়েছিলেন তিনি।
জানা গিয়েছে, চিনের তিয়ানজিন শহরে আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এসসিও-র রাষ্ট্রনেতাদের বৈঠক রয়েছে। তাতে যোগ দিতেই যাচ্ছেন মোদি।
এই বৈঠকে এসসিও-এর সদস্য দেশগুলির সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং বাণিজ্য নিয়ে তিনি আলোচনা করবেন। সেই সঙ্গে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা পুনরুদ্ধারেরও চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে।
এই সম্মেলন চলাকালীন রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। শীর্ষ সম্মেলনের চলাকালীন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চিনের রাষ্ট্রপতি শি জিন পিংয়ের সঙ্গে মোদির আলাদা আলাদা বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।
এর আগে, ২০২৪ সালের অক্টোবরে কাজানে ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনে মোদি-জিনপিং সাক্ষাৎ হয়েছিল।
শোনা যাচ্ছে, এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে আগামী ৩০ অগাস্ট জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বার্ষিক ভারত-জাপান শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।