খয়রাসোল থানার পাঁচড়া মোড়ে রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর পথ অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিজেপির পক্ষ থেকে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খয়রাসোল :: বুধবার ৬,আগস্ট :: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ সফরে যাওয়ার সময় কোচবিহারের খাগড়াবাড়ি চৌপথিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা গো ব্যাক স্লোগান তুলে কালো পতাকা দেখায়।

এমনকি গাড়ি ভাঙচুরের ও অভিযোগ ওঠে। উক্ত ঘটনার প্রতিবাদে বীরভূম জেলা জুড়ে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কার কর্মসূচি পালিত হয় ।

জেলার অন্যান্য জায়গার ন্যায় খয়রাসোল থানার পাঁচড়া মোড়ে রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর পথ অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিজেপির পক্ষ থেকে।

উপস্থিত ছিলেন বিজেপির দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বুথ সশক্তিকরনের কো ইনচার্জ অনুপম বাগ ২ নম্বর মন্ডল সভাপতি উৎপল সাঁই, ৩ নম্বর মন্ডল সভাপতি দেবব্রত গুপ্ত, নৃপেন্দ্র নাথ সাহা সহ অন্যান্য দলীয় কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + seventeen =