সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: বিনোদন ডেস্ক :: বুধবার ৬,আগস্ট :: জীতু কমল দিতিপ্রিয়া রায়। ছোট পর্দায় সকলে তাঁদের অপু-আর্য হিট জুটি হিসেবেই জানে। তবে রোমান্টিক এই জুটির সেটে মুখোমুখি নাকি কথাই হয় না। ইতিমধ্যেই, অপু-আর্যর বেশ কিছু রোম্যান্টিক ছবি নিয়ে বিগত কয়েকদিন ধরেই নেটভুবনে বিস্তর চর্চা।
আর সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় স্বরব হন দিতিপ্রিয়া। নাম না করে অভিনেত্রী জিতুর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। আর তারই উত্তরে এবার চুপ রইলো না জিতু। তিনিও পাল্টা পোস্ট করলেন ফেসবুকে।এদিন সোশাল মিডিয়ায় এই নিয়ে একটি দীর্ঘ পোস্ট করে জীতু লেখেন, ‘নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে কোনরকম মতামত দিই না। কিন্তু এটা তো নিছক ব্যক্তিগত নয়। এটা পেশাগত একটা ছোট্ট থেকে ছোট্টতর সমস্যা।
ছোট্ট থেকে ছোট্টতর কেন বললাম? কারণ একটা ছোট্ট মেয়ে,বাচ্চা মেয়ে। যে কাজটা করে ফেলেছে,সে নিজেও হয়তো জানেনা যা করেছে সেটা কতটা গভীর। রাখাল যেদিন সত্যি মানুষখেকো বাঘের মুখে পড়বে সেদিন কেউ সেটা বিশ্বাস করবে না।”