নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বুধবার ৬,আগস্ট :: বৃষ্টির যেন কোন শেষই নেই। ফের ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে গোটা দক্ষিণ বঙ্গ জুড়ে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান এবং নদীয়া। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া।
বীরভূমেও ভারী বৃষ্টিপাতের রয়েছে আশঙ্কা। মধ্যরাতে দেখা যায় কলকাতা শহর জুড়ে ভারী বৃষ্টি। সব মিলিয়ে ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি।