নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ৭,আগস্ট :: হরিয়ানা পুলিশের সৌজন্যে ২২ বছর পর বাড়ি ফিরলেন মাথাভাঙ্গা-২ ব্লকের উনিশবিশার বাসিন্দা রেজাউল আলম। এত বছর পর রেজাউল বাড়ি ফেরায় খুশি তাঁর পরিবারও।
জানা গিয়েছে, ২০০৩ সালে বাড়ি ছেড়ে চলে যান রেজাউল আলম। সেই সময় তাঁর বয়স ছিল ২৫ বছর। তারপর থেকে পরিবারের সঙ্গে আর কোনও যোগাযোগ নেই তাঁর। তিনি কোথায়, কী অবস্থায় আছেন তা কেউ জানতেন না।
কিন্তু সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ জেলার নিট থানার পুলিশ বাংলাদেশি সন্দেহে রেজাউলকে আটক করে। তাঁর কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু ভোটার কার্ড সহ বাকি পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন বলে হরিয়ানা পুলিশকে জানান তিনি।
পাশাপাশি তাঁর বাড়ি কোচবিহারের মাথাভাঙ্গা-২ ব্লকের ঘোকসাডাঙ্গা থানা এলাকায় বলেও জানিয়েছিলেন রেজাউল। এরপরই তাঁর থেকে পাওয়া তথ্য এবং তাঁর ছবি সহ ঘোকসাডাঙ্গা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ হরিয়ানা পুলিশ।
তারপর ঘোকসাডাঙ্গা থানার পুলিশ খোঁজ খবর নিয়ে রেজাউলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। রেজাউল হরিয়ানায় রয়েছে তা জানতে পেরেই তাঁর পরিবার এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করেন। যিনি ফরিদাবাদে কাজ করেন।
ওই আত্মীয় থানায় গিয়ে রেজাউলের সঙ্গে দেখা করেন। হরিয়ানা পুলিশ নিয়ম মেনে রেজাউলকে ফরিদাবাদে থাকা তাঁর আত্মীয়ের হাতে তুলে দেয়।
এরপর রেজাউলের ছোট ভাই কাদের আলি হরিয়ানায় যান। অবশেষে ২২ বছর পর মঙ্গলবার তিনি দাদাকে নিয়ে বাড়ি ফেরেন।