নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বৃহস্পতিবার ৭,আগস্ট :: জোটের সদস্যরা কি এখনও একছাতার তলায় রয়েছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খোলসাভাবে দেওয়া অতি বড় রাজনীতিবিদের পক্ষেও দেওয়া সম্ভব নয়। জোট তো রয়েছে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে জোট তৈরি হয়েছিল তা একেবারে থিতিয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটকে চাঙ্গা করতে আসরে নামলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । বৃহস্পতিবার জোটের সমস্ত সদস্যদের ডাকলেন নৈশভোজে। যেখানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । সূত্রের খবর ‘সেনাপতি’ নৈশভোজে থাকবেন বলে কথা দিয়েছেন রাহুলকে।