জম্মু কাশ্মীরের বসন্তগড় এলাকায় আধা সেনাবাহিনীর গাড়ি খাদে – মৃত তিন আহত ১৫ জওয়ান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বৃহস্পতিবার ৭,আগস্ট :: মাত্র ১০:৩০am-এ উধমপুর জেলার কেন্দভা বসন্তগড় এলাকায় সি.আর.পি.এফ. কর্মীরা একটি অপারেশন থেকে প্রত্যাবর্তনে ছিলেন। পথ চলাচলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদের দিকে ছিটকে পড়ে ।

পরিচালনাকারী ইউনিট: ১৮৭ নম্বর ব্যাটালিয়নের গাড়ি ছিল, মোট ২৩ জন কর্মী ছিল সঙ্গে ।

দুর্ঘটনার সময় ২ জন জওয়ান সহচর যানে মারা যান| পরবর্তীতে হাসপাতালে ১ জন মৃত্যু হয়, মোট মৃত্যু সংখ্যা ৩ । প্রায় ১৫ জন আহত হন এবং উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো  হয় । স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসন দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের চিকিৎসা করা হচ্ছে ।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং X (আগে টুইটার) পোস্টে ঘটনাটি ‘ডিস্টার্বিং’ উল্লেখ করে জানিয়েছেন সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে যত দ্রুত সম্ভব আপডেট পেতে ।

জম্মু ও কাশ্মীরের লেফটন্যান্ট গভর্নর মনোজ সিনহার অফিস থেকে শোক প্রকাশ করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতার আশায় প্রশাসনকে সর্বোচ্চ সাহায্য নির্দেশ দেওয়া হয় ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − nine =