আজ জয়েন্টের ফলপ্রকাশ করা যাবে না – রাজ্যকে নির্দেশ হাই কোর্টের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৭,আগস্ট :: লিখিত পরীক্ষার ফলপ্রকাশে আপত্তি জানাল উচ্চ আদালত। বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ বৃহস্পতিবার সাফ জানান, ‘ওবিসি এ ও বি অনুযায়ী মেধাতালিকা তৈরি করেছে রাজ্য। যা প্রকাশ করা যাবে না।

ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী ৬৬ শতাংশ সংরক্ষণ মেনে মেধাতালিকা তৈরি করে প্রকাশ করতে হবে।’ এদিন দুপুর দুটোর সময় এই প্রসঙ্গে রায় দেবেন বিচারপতি।

এদিনের শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে প্রশ্ন করেন, ‘ওবিসি মামলায় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা নিয়ে রাজ্য কী করছে? জয়েন্ট এন্ট্রাসের ফলে শীর্ষ আদালতের রায়ের প্রভাব কী পড়বে?’

জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা আজই জয়েন্টের ফলপ্রকাশ করব।’ একথা শুনে পালটা বিচারপতির প্রশ্ন করেন, ‘সেক্ষেত্রে ওবিসি এ ও বি কী যুক্ত হবে?’ কল্যাণ জানান, ‘হ্যাঁ, যাদের সার্টিফিকেট বাতিল হয়েছিল তারা পোর্টালে আবেদন করবেন ফিনান্সিয়াল স্ট্যাটাস জমা দিতে হবে।’

এরপর রাজ্যের উদ্দেশে বিচারপতি আরও বলেন, ‘আপনারা ১ হাজার ১৫১টি সার্টিফিকেট ইস্যু করেছেন। খতিয়ে দেখলেন একজন আবেদন করল আর সাত দিনেই হাতে দিয়ে দিলেন? আপনারা খুব অ্যাকটিভ তো?’ সওয়াল জবাব শোনার পর জয়েন্টের ফলপ্রকাশ করা যাবে না বলেই জানান বিচারপতি।

এদিকে সময় মতো রেজাল্ট না বেরোনোয় হতাশ পড়ুয়ারা। দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকেরাও। যদিও সম্প্রতি জয়েন্ট এন্ট্রান্স (JEE) বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘আগামী ৭ আগস্ট প্রকাশিত হবে জয়েন্টের ফল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =