নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারী :: বৃহস্পতিবার ৭,আগস্ট :: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা এবং তাকে আক্রমণের অভিযোগে তীর উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । তারপর থেকেই গোটা রাজ্য জুড়ে বিজেপি বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
এদিন পূর্ব বর্ধমানের মেমারী থানার অন্তর্গত চকদিঘী মোড় এলাকায় বিজেপির জেলা সভানেত্রী স্মৃতি কণা বসুর নেতৃত্বে এ বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি হয়। বিজেপির অভিযোগ এই কর্মসূচিতে হঠাৎ ঢুকে পড়ে তৃণমূল কর্মীর সমর্থকরা।
রাস্তা অবরোধকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র চাপান উতোরের সৃষ্টি হয়। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা থেকে শুরু করে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে অভিযোগবিজেপির পক্ষ থেকে জানানো হয় তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং স্কুলের ছাত্রছাত্রী ও অ্যাম্বুলেন্স চলাচলে কোনও বাধা সৃষ্টি করেননি। বিজেপি নেতা ভুপেশ কুমার মজুমদার বলেন “ছাত্রছাত্রী এবং অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছিল। কিন্তু তৃণমূলের লোকজন এসে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় । এমনকি মহিলা কর্মীদের গায়ে হাত তোলে।”
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুব নেতা সৌরভ সাঁতরা জানান, “বর্তমানে স্কুলে পরীক্ষা চলছে। ছাত্রছাত্রীদের যাতায়াত ব্যাহত হওয়ায় আমরা কোনওভাবেই রাস্তায় বিক্ষোভ কর্মসূচি মেনে নিতে পারি না। তাই শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি।”