সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙ্গড় :: শুক্রবার ৮,আগস্ট :: ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ করার অপরাধে মহিলা সহ একাধিক আইএসএফ কর্মী-সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় ২ নম্বর ব্লকের অন্তর্গত হাতিশালা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুসোনা মোল্লা নামে এক আইএসএফ কর্মী বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেই সময় হাতিশালা এলাকায় তাকে আটকায় একদল দুষ্কৃতী। অভিযোগ, তাকে বেধড়ক মারধর করা হয় এবং তার একটি বাইক ছিনিয়ে নেওয়া হয়।
এরপর পরিবার সূত্রে জানা যায়, বাড়ির কয়েকজন মহিলা সদস্য বাইকটি আনতে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মনিরুল সাপুই ও তার লোকজনের বিরুদ্ধে।
এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাতিশালা এলাকায়। আহতদের জিরেনগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে গোটা ঘটনার কথা অস্বীকার করেন তৃণমূল নেতা খয়রুল ইসলাম।