আগামী দিনের ভবিষ্যতের কথা ভেবে, তারা এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::পূর্বস্থলী :: শুক্রবার ৮,আগস্ট :: এদিকে ভরা বর্ষায়, চুপি-কাস্টশালির ছাড়িগঙ্গা, কচুরিপানায় ছেয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মাছ ধরা তো দূরের কথা, ছাড়িগঙ্গায় নৌকা পর্যন্ত চালানোর উপায় নেই। মৎস্যজীবী ও নৌকা মাঝিদের রোজগার প্রায় বন্ধ। দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাদের ।

আগামী দিনের ভবিষ্যতের কথা ভেবে, তারা এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন । যাতে ছাড়িগঙ্গার কচুরিপানা, পুরোপুরি সাফাই হয়।

পর্যটকদের নৌকায় চাপিয়ে, তারা যেন স্বাধীনভাবে ছাড়ি গঙ্গায় বিচরণ করতে পারে। মাঝিদের দাবি, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়, রাজ্যে কচুরিপানা দিয়ে তৈরি “হস্তশিল্প কলা” চালু হয়েছে।।

সরকারি উদ্যোগে কচুরিপানা কিনে, তা দিয়ে তৈরি হচ্ছে নানা সৌখিন জিনিস পত্র । তাই, মুখ্যমন্ত্রী যদি পূর্বস্থলীর ছাড়িগঙ্গার এই কচুরিপানা নিয়ে, হস্তশিল্পের কাজে ব্যবহার করেন।

তাহলে, একদিকে যেমন পূর্বস্থলী ছাড়িগঙ্গার সমস্ত কচুরিপানা সাফাই হবে, তেমনই কচুরিপানা দিয়ে তৈরি সৌখিন হস্ত শিল্পকলা বিক্রি করে হাজার হাজার বেকার যুবক যুবতীদের অনেক টাকা আয় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − five =