সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ৮,আগস্ট :: আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, উমা আসছেন ! এই বছর অন্যান্য বছরে তুলনায় আগে দুর্গাপুজো।
হাতে আর বেশি সময় নেই , দু মাসের কম সময় , শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় কুমারটুলিতে জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ।এ বিষয়ে শিল্পী ভূপেন পাল জানিয়েছেন রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত কাজ করছেন তারা। তবে পুজোর সময় যত কাছে আসবে কাজের পরিমাণও বেড়ে যাবে সেক্ষেত্রে রাত জেগে কাজ করতে হবে।
এবছর অন্যান্য বছরে তুলনায় কিছুটা আগে পুজো, সেই কারণে আগে থেকেই প্রতিমা তৈরীর কাজ শুরু হয়েছে।
তবে বৃষ্টি হচ্ছে সেই কারণে প্রতিমা শুকাতে সময় লাগছে। সে কারণে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের। তবে তার মধ্যে দিয়েই চলছে প্রতিমা তৈরীর কাজ।