কাশ্মীরের কুলগামে রাতভর জঙ্গি লড়াই শহীদ দুই জোয়ান নিকেশ পাঁচ জঙ্গি

কুমার পঙ্কজ :: সংবাদ প্রবাহ ::   নিউজ ডেস্ক :: শনিবার ৯,আগস্ট :: জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার অখল গ্রামে ভারতীয় সেনা ও জঙ্গিদের মধ্যে চলমান গুলির লড়াইয়ের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ১ আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযান, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অখল’, এখনও অব্যাহত রয়েছে।

গতকাল রাতভর সংঘর্ষের ঘটনায় দুই জওয়ান নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। এখন পর্যন্ত মোট ১০ জন সেনা সদস্য আহত হয়েছেন।

জানা গিয়েছে, শহিদ দুই জওয়ানের একজন ল্যান্সনায়েক প্রীতপল সিং ও সিপাই হরমিন্দর সিং। তাঁরা গুলিতে আহত হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। অন্য দুই জওয়ান এখনও চিকিৎসাধীন। প্রসঙ্গত, এই অপারেশনে এখনও পর্যন্ত খতম করা গিয়েছে পাঁচ জঙ্গিকে।

অপারেশন অখলে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ তল্লাশি অভিযান চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অখল জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া যায়।

ঘন জঙ্গলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গুহাগুলোর মধ্যে জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

এই পরিস্থিতিতে কুলগাম ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + eight =