আর জি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে জ্বলল মশালের আগুন, ক্ষোভে ফুঁসলো কোচবিহার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ৯,আগস্ট :: অভয়ার জন্য ন্যায়বিচার চাই। সেই একটাই দাবিকে বুকের ভেতর আগুনের মতো জ্বালিয়ে নিয়ে গতকাল সন্ধ্যা ৬টায় মশাল হাতে নেমে পড়েছিল কোচবিহারের মানুষ। রাজপথ জুড়ে ক্ষোভ, শোক আর প্রতিবাদের ঢেউ বয়ে যায়।

গত বছরের ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পিজিটি তরুণী চিকিৎসকের উপর পৈশাচিক ধর্ষণ ও হত্যার স্মৃতি এখনও বিবেককে কাঁপিয়ে দেয়।সেই ঘটনার ন্যায়বিচারের দাবিতে “কোচবিহার সিটিজেন ফর জাস্টিস”-এর ডাকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হন। হাতে জ্বলন্ত মশাল, মুখে একটাই স্লোগান — “জাস্টিস ফর আর জি কর”।

রাত ১১টা পর্যন্ত চলা এই মিছিলে অংশ নেন ছাত্র-যুব থেকে প্রবীণ— শহরের সকল স্তরের মানুষ। মশালের আলোয় অন্ধকার আকাশ যেন সাক্ষী থাকল ক্ষোভে ফুঁসে ওঠা প্রতিটি কণ্ঠের। প্রতিজ্ঞা একটাই— অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া থামবে না এই লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 20 =