ভারতের সুদর্শন চক্র কার্যত গুঁড়িয়ে দিল পাক বিমান বাহিনীকে – ধ্বংস ছয় পাক যুদ্ধ বিমান

  আনন্দ মুখোপাধ্যায়  :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শনিবার ৯,আগস্ট :: ভারতের আকাশসীমা রক্ষার কাজে মূল হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে S-400 সুদর্শন চক্র। সেই এয়ার ডিফেন্স সিস্টেম সেই সময় পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমানকে গুঁড়িয়ে দিয়েছিল। শনিবার বায়ুসেনা প্রধান এপি সিং এমনই দাবি করলেন।পহলগামে জঙ্গি হামলার পর ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। ধ্বংস করে দেওয়া হয় জঙ্গিঘাঁটি। এরপরই সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত এবং পাকিস্তান। এদিন বেঙ্গালুরুতে ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে বায়ুসেনা প্রধান বলেন, ‘অন্তত পাঁচটি যুদ্ধবিমান আমরা ধ্বংস করেছি।

এছাড়া একটি বড় সামরিক বিমানও রয়েছে। প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে হামলা করা হয়েছিল।’ বায়ুসেনা প্রধান জানান, রাশিয়ার তৈরি ‘এস-৪০০’ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ওই ছ’টি পাক বিমানকে ধ্বংস করা হয়েছে।

”আমাদের এয়ার ডিফেন্স দুরন্ত কাজ করেছে। এস-৪০০ সিস্টেম, যেটা আমরা সম্প্রতি মোতায়েন করেছিলাম সেটা খেলা ঘুরিয়ে দিয়েছিল। ওই সিস্টেমের শক্তি ওদের বিমানগুলিকে সত্যিই দূরে রেখেছিল।

যেমন ওদের কাছে থাকা দূরপাল্লার গ্লাইড বোমাগুলির মতো অস্ত্রকে ওরা ব্যবহারই করতে পারেনি। কারণ এই সিস্টেমটাকে ওরা ভেদ করতেই সক্ষম হয়নি।”

আগেই সেনা সূত্রের খবর ছিল, পাকিস্তানের হামলা সর্বতোভাবে ব্যর্থ করেছে ভারতের UAS গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের আকাশসীমা রক্ষার কাজে মূল হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে S-400 সুদর্শন চক্র।

পাকিস্তান যে ড্রোন এবং মিসাইলগুলি দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল, সেগুলি কার্যত ধ্বংস হয়েছে ওই সুদর্শন চক্রের প্রভাবে। অমৃতসর-সহ একাধিক শহরে পাক ড্রোন এবং মিসাইলের ধ্বংসাবশেষও পাওয়া গিয়েছিল। বিনা প্ররোচনায় পাকিস্তানের এই হামলাকে কার্যত যুদ্ধাপরাধ হিসাবে বিবেচনা করেছে নয়াদিল্লি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 1 =