কুমার পঙ্কজ :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: রবিবার ১০,আগস্ট :: সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে কাশ্রমীরে রবিবার ভোরে কিশতওয়ারের দুল এলাকায় অভিযান চালায় ভারতীয় সেনা। দু-তিনজন পাক জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে মনে করা হচ্ছে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন জওয়ানদের দেখে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। এ খবর লেখা পর্যন্ত গুলির লড়াই চলছে। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।প্রসঙ্গত উল্লেখযোগ্য যে মাত্র কয়েকদিন আগেই কুলগামে সেনা-জঙ্গি লড়াই হয় । কুলগামে রাতভর সংঘর্ষের ঘটনায় দুই জওয়ান নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। মোট ১০ জন সেনা সদস্য আহত হয়েছেন।
জানা গিয়েছে, শহিদ দুই জওয়ানের একজন ল্যান্সনায়েক প্রীতপল সিং ও সিপাই হরমিন্দর সিং। তাঁরা গুলিতে আহত হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। অন্য দুই জওয়ান এখনও চিকিৎসাধীন। প্রসঙ্গত, এই অপারেশনে খতম করা গিয়েছে পাঁচ জঙ্গিকে।
জানা গিয়েছে কিশতওয়ারে এখনও পর্যন্ত সেনা জঙ্গি লড়াই চলছে ।