নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ১০,আগস্ট :: খেলাপ্রেমীদের উচ্ছ্বাসে মুখরিত হল সাহেবগঞ্জ ফুটবল ময়দান।
সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের আয়োজনে তৃতীয় বর্ষ ফ্রিডম কাপ ২০২৫-এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল আজ হয়ে উঠল টানটান উত্তেজনায় ভরপুর। মুখোমুখি হয় সাহেবগঞ্জ বিডিও অফিস পাড়া ও দিনহাটা এডিপি ডাউন কোচিং সেন্টার।খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় আগ্রাসী মনোভাব। প্রথমার্ধে দুর্দান্ত সমন্বয় ও দ্রুত আক্রমণে সাহেবগঞ্জ বিডিও অফিস পাড়া জোড়া গোল করে এগিয়ে যায়। তবে হাল ছাড়েনি দিনহাটা এডিপি ডাউন—একটি নিখুঁত শটে গোল করে ব্যবধান কমিয়ে আনে।
দ্বিতীয়ার্ধে উভয় দলের রক্ষণভাগ এতটাই দৃঢ় ছিল যে আর কোনো গোলের সুযোগ তৈরি হয়নি। নির্ধারিত সময় শেষে ২-১ গোলে জয় পেয়ে সেমিফাইনালে পৌঁছে যায় সাহেবগঞ্জ বিডিও অফিস পাড়া। খেলায় উপস্থিত দর্শকরা হাততালি ও শোরগোলে বিজয়ীদের অভিনন্দন জানান, আর হারের পরও দিনহাটার খেলোয়াড়দের লড়াকু মনোভাব কেড়ে নেয় সবার মন।