সাইলেসিয়া লিগ থেকে নাম প্রত্যাহার নীরজ-নাদিমের

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ১০,আগস্ট :: নীরজ চোপড়া এবং আরশাদ নাদিম উভয়ই সাইলেসিয়া ডায়মন্ড লিগ ২০২৫ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ১৬ আগস্ট ২০২৫ পোল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতার ।

আসন্ন সাইলেসিয়া ডায়মন্ড লিগে খেলার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া এবং পাকিস্তানের আর্শাদ নাদিম। কিন্তু আগামী ১৬ অগাস্ট অনুষ্ঠিত হতে চলা সেই প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন নীরজ এবং আর্শাদ দুজনেই। ফলে আপাতত জ্যাভলিনের মাঠে দেখা যাবে না ভারত-পাক লড়াই।

প্রসঙ্গত, গত মাসে লন্ডনে পায়ে অস্ত্রপচার হয় নাদিমের। তারপর থেকেই নাদিমের এই প্রতিযোগিতায় খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। এই প্রসঙ্গে তাঁর কোচ জানিয়েছিলেন, অনেকদিন ধরেই এই চোট ভোগাচ্ছিল নাদিমকে।

তিনি এও জানিয়েছিলেন যে, সেপ্টেম্বরে টোকিওতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নেওয়াই আপাতত নাদিমের প্রধান লক্ষ্য। ফলত, তিনি যে সাইলেসিয়া ডায়মন্ড লিগে নাও খেলতে পারেন এমন সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল।

কিন্তু নীরজ কেন এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হতে পারেন এই দুই খেলোয়াড়।

আরশাদ নাদিমের নাম প্রত্যাহারের পেছনে স্পষ্ট কারণ—তিনি আগস্ট মাসে তাঁর পায়ের অপারেশন করিয়েছিলেন, যার কারণে তিনি অংশগ্রহণে অক্ষম ।

অন্যদিকে নীরজ চোপড়ার প্রস্তুতকারিত মন্তব্য বা তথ্য এখনও প্রকাশ করা হয়নি, অর্থাৎ কেন তিনি নিজের নাম প্রত্যাহার করেছেন তার কোনো স্পষ্ট কারণ জানা যায়নি ।

বর্তমানে দু’জনেই তাদের দৃষ্টি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫ (Tokyo, সেপ্টেম্বর ১৩–২১)-এর দিকে কেন্দ্রীভূত করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + twenty =