নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: সোমবার ১১,আগস্ট :: পাকিস্তান সেনা প্রধান, ফিল্ড মার্শাল আসিম মুনির বৃহস্পতিবার (১০ আগস্ট ২০২৫) মার্কিন মাটিতে — ফ্লোরিডার টাম্পা শহরে — একটি টাই ডিনারে ভারতের বিরুদ্ধে পরমাণু হুমকি দেন।
তিনি বলেন, ‘আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি আমরা মনে করি, আমরা ধ্বংসের দিকে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।
১০ আগস্ট ২০২৫ তারিখে টাম্পার একটি বৈঠকে তিনি এই মন্তব্য করেন, যা সম্ভবত প্রথমবারের মতো মার্কিন মাটিতে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে পরমাণু হুমকি হিসেবে রেকর্ড হয়েছে।
সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছেন মুনির । পাকিস্তানে ভারতের সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’ এবং পরবর্তী দুই দেশের সংঘাতের পর এনিয়ে দ্বিতীয়বার আমেরিকায় গেলেন তিনি। সেখান থেকে এই হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনাপ্রধান।
ফ্লোরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন পাক সেনাপ্রধান। সেখান থেকে বলেন, ‘আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি আমরা মনে করি, আমরা ধ্বংসের দিকে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।’
পর্যবেক্ষকদের মতে, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তৃতীয় কোনও দেশকে এরকম পরমাণু হুঁশিয়ারির নজির বিরল। পাশাপাশি, ভারতের সঙ্গে সিন্ধু জলবন্টন নিয়েও নানা কথা বলেন মুনির। ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানান, ভারত বাঁধ তৈরি করুক।
হয়ে গেলেই ১০টি ক্ষেপণাস্ত্র মেরে তা গুঁড়িয়ে দেওয়া হবে। পাক সেনা প্রধানের দাবি, ‘সিন্ধু ওদের পৈতৃক সম্পত্তি নয়। ক্ষেপণাস্ত্রের কোনও অভাব আমাদের নেই।’