নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: সোমবার ১১,আগস্ট :: রবিবার, ১০ আগস্ট ২০২৫ সন্ধ্যায়, তুরস্কের পশ্চিমাঞ্চলে — বিশেষ করে বালিকেসির প্রদেশের সিনডিরগিতে — একটি মাত্রা ৬.১ ভূমিকম্প আঘাত হানে। এতে একজন নিহত এবং কয়েক শ জন আহত হন; কয়েকটি ভবন ও মিনার ক্ষতিগ্রস্ত হয়। আফটারশকের কারণে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।
কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুল ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইজমির-সহ পশ্চিমাঞ্চলের একাধিক শহরে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি (AFAD) জানিয়েছে, প্রথম কম্পনের কিছুক্ষণের মধ্যে ফের ভূমকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৬।
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, তুরস্কের বালিকেসির প্রদেশে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। এখনও পর্যন্ত ২৯টি বিল্ডিং ভেঙে পড়ার খবর মিলেছে। তবে হতাহতের খবর মেলেনি। প্রশাসনির আধিকারিকরা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
মন্ত্রী আলি ইয়রলিকায়া এক্স-এ লিখেছেন, ‘এএফএডি-র সব দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নেমে তল্লাশি শুরু করেছে। এখন পর্যন্ত কোনও অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া যায়নি।’