নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ১১,আগস্ট :: নাবালিকাকে বিয়ের পরে সহবাস করে শারীরিক সম্পর্ক তৈরি করার অভিযোগ গ্রেপ্তার যুবক। বসিরহাটের স্বরূপনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েতের দামহাটি এলাকার বাসিন্দা বছর ৩২ এর পেশায় ভিন দেশের পরিযায়ী শ্রমিক শারিফুল মন্ডল।
বেশ কয়েক মাস আগে উত্তর ২৪ পরগণার অশোকনগর থানা এলাকার এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ১০ দিন আগে সাড়ে ১৫ বছরের ওই নাবালিকাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে ঐ যুবক।
সেই কথা নাবালিকার বাবা-মা জানতে পারলে তারা স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শারিফুল মন্ডলকে গ্রেপ্তার করে স্বরূপনগর থানার পুলিশ।