নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সোমবার ১১,আগস্ট :: নবান্ন অভিযান নিয়ে সুকান্ত মজুমদার বলেন অভয়ার মায়ের ওপর লাঠি চার্জ করা হয় ৯ তারিখ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করে। সিটি স্ক্যান করা হয়। কিভাবে পুলিশের আক্রমণ।
তিনি জানালেন পকেটে পুলিশদের জন্য রাখি নিয়ে গিয়েছিলেন কিন্তু সেই পুলিশ রাখি পূর্ণিমার মতো পবিত্র দিনে উনার হাতের শাখা ভেঙে দিয়েছেন। উনি প্রতিজ্ঞা করেছেন যতদিন পর্যন্ত না ওনার মেয়ের বিচার পাবেন ততদিন ওই হাতে শাখা পরবেন না।।
প্রথমে যে নিউরো স্পেশালিস্ট এসেছিলেন উনি বলেছিলেন মাথায় বড় ইনজুরি দেখা যাচ্ছে এডমিশন নেওয়া হোক। কিন্তু তার পরে দেখা যায় তার উপরে কোন পলিটিক্যাল প্রেসার আসে তার জন্যই হসপিটাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
এই মুহূর্তে ওনারা বাড়িতে যেতে চাইছেন কিন্তু পরবর্তীকালে যদি মনে হয় সেকেন্ড ওপিনিয়নের জন্য কেন্দ্রীয় কোন হাসপাতালে যেতে চাইলে আমরা সেই ব্যবস্থা করে দেব।