ইউনুসের বিরুদ্ধে ২১ দফা দাবি নিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ডাক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: সোমবার ১১,আগস্ট ::   শেখ হাসিনা ১১ আগস্ট ২০২৫ তারিখে আওয়ামী লীগের অফিসিয়াল এক্স (Twitter) হ্যান্ডেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে “মুক্তিযুদ্ধের ডাক” দিয়ে ‘ফ্যাসিস্ট’ ইউনূস সরকারের অপসারণের আহ্বান জানিয়েছেন।

তিনি একটি ২১-দফা দাবি পেশ করেন, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, স্বাধীন ও সুশৃঙ্খল গণমাধ্যম, সংখ্যালঘু ও নারীর সুরক্ষা, জাতির প্রতীক ও স্মৃতি রক্ষা—সহ বিভিন্ন বিষয়ে দেশের বর্তমান পরিস্থিতির দ্রুত সংস্কারের দাবি করে ।

হাসিনার দাবি, ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের বহু নেতা, কর্মী ও সমর্থকদের অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এসব অভিযোগ প্রত্যাহারের পাশাপাশি, ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিলুপ্তি দাবি করেন।

রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলা হয়েছে এই বার্তায়।

এছাড়াও শেখ হাসিনা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর এবং আওয়ামী লীগ সদস্যদের ওপর নির্যাতন-নিপীড়নের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। তিনি আরও জানান, দেশের জাতীয় প্রতীক, যেমন-বঙ্গবন্ধুর উত্তরাধিকার, জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো রক্ষা করতে হবে।

ইউনুস সরকারের বিরুদ্ধে এই লড়াই ‘সোনার বাংলা’ ফিরিয়ে আনার জন্য আরও একটি ‘মুক্তিযুদ্ধ’।  তাঁর আরও দাবি একই সঙ্গে, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, আটক সাংবাদিকদের মুক্তি দেওয়া এবং নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − nine =