নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: সোমবার ১১,আগস্ট :: ভরা তিস্তা নদীতে গাড়ির টায়ারের টিউব গলায় দিয়ে গোরু পাচারের চেষ্টা ব্যর্থ করল মেখলিগঞ্জ থানার পুলিশ। রাতে নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযানে নদী থেকে ভাসমান অবস্থায় ১৯টি গোরু উদ্ধার হয়।
পুলিশ জানায়, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই কৌশল নেওয়া হয়েছিল। আগে কলার ভেলায় গোরু পাচারের ঘটনা ধরা পড়লেও, টিউব ব্যবহার করে পাচারের ঘটনা এই প্রথম। তিনজনের বিরুদ্ধে মামলা রুজু হলেও কেউ গ্রেফতার হয়নি।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সীমান্ত এলাকার একাংশ মানুষ এই চক্রে জড়িত। পুলিশের সাফল্যে তারা খুশি এবং অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন।