সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ১২,আগস্ট :: এক মাসও হাতে সময় নেই! ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। কিন্তু কে হবে ক্যাপ্টেন? কারণ এখনো সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়ে সংশয় দূর হয়নি।
তাঁকে আদৌ আসন্ন এশিয়া কাপে খেলতে দেখা যাবে কি না, সেই প্রশ্নের এখনও উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে, ফিটনেস পরীক্ষা দিতে হবে হার্দিক পাণ্ডিয়াকেও বলে খবর। এই দু’জনই যদি ছিটকে যান, তাহলে এশিয়া কাপের অধিনায়ক বাছতে চাপে পড়বে বোর্ড।