কালনায় ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে চারজন তলিয়ে যায় , তিনজন উদ্ধার হল এখনো একজনকে পাওয়া যায়নি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: মঙ্গলবার ১২,আগস্ট :: ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে চারজন তলিয়ে যায় , তিনজন উদ্ধার হল এখনো একজনকে পাওয়া যায়নি , পূর্ব বর্ধমান জেলার কালনা হসপিটালে ভর্তি একজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কালনার কোম্পানি ডাঙ্গায়।

কালনায় চলছে মহিষমর্দিনী পূজো। বিভিন্ন জায়গা থেকে আত্মীয়রা এসেছেন হাটকালনা পঞ্চায়েতের শিবাজি নগরের স্বপন বিশ্বাসের বাড়িতে । সেখান থেকে স্নান করতে যায় চারজন কোম্পানি ডাঙ্গার ঘাটে ।ভাগীরথীদের জলস্থর বৃদ্ধি পাওয়ায় , স্নান করতে নেমে জলের টানে তলিয়ে যায় চারজন।এলাকাবাসীরা বহু চেষ্টা করে তিনজনকে তুলতে পারলও একজনকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

আশঙ্কাজনক অবস্থায় একজনকে কালনা হসপিটালে ভর্তি করা হয়েছে। দুজন স্বাভাবিক আছে । এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − one =