নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বাঁকুড়া :: মঙ্গলবার ১২,আগস্ট :: সোমবার রাতে সোনামুখীর চকাই এলাকায় তৃণমূল নেতাকে গুলি করে ‘খুন’ করা হয়। জানা গিয়েছে, এলাকায় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবেই পরিচিত এই সেকেন্দার।
এলাকার ভোটের দায়িত্বও তিনি সামলাতেন। প্রতিদিন সন্ধেবেলা এই তৃণমূল নেতা বাজার এলাকায় পরিচিত-বন্ধুবান্ধবদের সঙ্গে গল্পগুজব করতে যান।
সোমবারও তিনি সেখানে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে গুলি করা হয়। বাইকে করে এসে দুষ্কৃতীরা তিনটি গুলি করেছিল। ওই তৃণমূল নেতার মাথা ও পিঠে গুলি লেগেছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বিভিন্ন জায়গায় চলে তল্লাশি। খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইব্রাহিম শেখ ও খাসিম শেখকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ধৃতরা সম্পর্কে ওই এলাকার প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের ছেলে। তাহলে রাজনৈতিক কারণেই খুন? সেই প্রশ্ন উঠেছে।