সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১২,আগস্ট :: বড় অপরাধ রুখে দিল মাটিগাড়া থানার পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মাটিগাড়ার পরিবহন নগরে অভিযান চালানোর পর পাঁচ দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তারা নানান সরঞ্জাম নিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মনিশ তামাং (কার্শিয়াংয়ের বাসিন্দা), মনমোহন বর্মন (শিব মন্দির), বিকাশ চন্দ্র রায় ও পশুনাথ বর্মন (হিমুল গেট) এবং বিশ্বজিৎ বিশ্বাস (এনজেপি)।
পুলিশের অভিযানের আঁচ পাওয়ার পর কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই পাঁচ দুষ্কৃতির সঙ্গে সম্প্রতি এলাকায় ঘটে যাওয়া বেশ কয়েকটি অপরাধের যোগ থাকতে পারে। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
স্থানীয়দের মতে, পুলিশের এই দ্রুত পদক্ষেপে মাটিগাড়ায় সম্ভাব্য বড় অপরাধ রোধ সম্ভব হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে।