গভীর রাতে গঙ্গা ভাঙনে আতঙ্ক – চাচণ্ড গ্রামে হুড়োহুড়ি, বহু পরিবার গৃহহীন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: বুধবার ১৩,আগস্ট :: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের চাচণ্ড গ্রামে গভীর রাতে ফের তাণ্ডব চালাল গঙ্গা ভাঙন।

আচমকা নদীর ধারে মাটি ধসে পড়তে শুরু করতেই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে হুড়োহুড়ি করে অন্যত্র চলে যেতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় ছয় থেকে সাতটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। এক কৃষকের বাড়িসহ তার গরুও গঙ্গায় ভেসে গেছে।

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গ্রামের কিছু অংশ এখন একেবারে নদীর তীরে ঝুলে আছে বলা চলে—যে কোনো মুহূর্তে আরও বাড়ি ও জমি নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

এলাকায় চলছে কান্না ও চিৎকারের মিশ্র পরিবেশ। বাসিন্দারা দাবি করছেন, এই ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে পুরো গ্রামই বিপদে পড়বে। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + two =