নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৩,আগস্ট :: এ যেন এক ক্রাইম থ্রিলার। দু বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন করে নিজে বিষ খেয়ে এবং গলার নলী কেটে আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত মায়ের। এই ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার তীব্র আতঙ্ক এলাকায়। জানা যাচ্ছে পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটান অভিযুক্ত ওই মহিলা।
ঘটনা গাজোল থানার অন্তর্গত করকচ গ্রাম পঞ্চায়েতের আহড়া এলাকার। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানতে পারলে তড়িঘড়ি ওই শিশুটি ও অভিযুক্ত ওই মহিলাকে হাসপাতালে নিয়ে এলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসা চলছে অভিযুক্ত ওই গৃহবধূর গণকা সরকার বয়স ২২ বছর।
ওই পুরো ঘটনা নিজের স্বামীকে ফোন করে জানিয়েছেন ওই মহিলা, জানিয়েছেন প্রতিবেশীদের এমনকি স্বীকারোক্তি দিয়েছেন ক্যামেরার সামনে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে গাজোল থানার পুলিশ। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।