নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক /পুরি :: বুধবার ১৩,আগস্ট :: পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে গ্রাফিতি আকারে “Terrorists will destroy the temple”, “Kula Budiba” এবং “Call me or else there will be destruction” লেখা হুমকি পূর্ণ বার্তা পাওয়া গেছে, আলাদা দুটি জায়গায়—বালিসাহী প্রবেশদ্বার এবং পারিক্রমা করিডোর সংলগ্ন একটি ছোট মন্দিরে ।
গ্রাফিতিগুলোর মধ্যে ফোন নম্বর, ‘PM Modi’, ‘Delhi’—যেমন উল্লেখ ছিল । পর্যবেক্ষণ অনুযায়ী, এটি মঙ্গলবার রাতের আগে লেখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।
মধ্যাহ্নে পুলিশের তদন্তে জানা গিয়েছে, একটি “মানসিকভাবে অসুস্থ” ব্যক্তি—রঘুনাথ সাহূ—গ্রাফিতি রচনা করেছে এবং তাকে আটক করা হয়েছে । পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং বিশেষ টিম গঠন করেছে ।
ওডিশার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মন্দিরের হেরিটেজ করিডোরের কাছেই একটি দেওয়ালে ওই হুমকিবার্তা দেখতে পান স্থানীয়রা।
ওডিয়া ও ইংরেজি দুই ভাষাতেই লেখা ছিল যে, ‘জঙ্গিরা মন্দির ধ্বংস করে দেবে।’ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও উল্লেখ ছিল হুমকিবার্তায়।
সেই সঙ্গে বেশ কয়েকটি ফোন নম্বর লেখা ছিল। আর সেই সব নম্বরগুলিতে ফোন করার কথাও লেখা ছিল ওই বার্তায়। শুধু দেওয়াল লিখনই নয়, মন্দির চত্বরের বেশ কয়েকটি লাইট পোস্টও ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে।
পারিক্রমা করিডোর এবং মন্দির সংলগ্ন এলাকা ’high-security zone’ হিসেবে বিবেচিত, যেখানে সিসিটিভি ও টহল রয়েছে। তারপরও এলাকাটিতে সিসিটিভি ইনস্টলেশন সম্পন্ন না থাকায় কিছু দুর্বলতা রয়ে গেছে । ভক্ত এবং স্থানীয়রা মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার দাবি জানিয়েছেন ।